কলেজের ইতিহাস

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রাচীন জনপদ। এই জনপদের বসবাসকারী অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। তাদের ছেলে-মেয়েদের শিক্ষাদানের উদ্দেশ্যে বিশিষ্ঠ শিক্ষানুরাগী রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো. ইসমাইল হোসেন (বিএসসি) ২০০০ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়, ৮নং রায়পুর ইউনিয়নে রায়পুর গ্রামে পীরগঞ্জ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

পীরগঞ্জ মহাবিদ্যালয়টি ২০০৩ সালের ১ জুলাই পাঠদানের অনুমতি এবং ২০০৯ সালের ১ জুলাই স্বীকৃতিপ্রাপ্ত হয়ে বিরতিহীনভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে।

উপজেলা সদরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনের নিমিত্তে ২০১৫ সালে ঢাকা-রংপুর মহাসড়কের পার্শ্বে, পীরগঞ্জ পৌরসভার সোনাকান্দর মৌজার জামতলা নামক স্থানে কলেজটি স্থানান্তর করা হয়।

সেই ধারাবাহিকতায় ২০১৯ খ্রি. সালে এইচএসসি পরীক্ষার কেন্দ্র (কোড নং ৫৪৬, পীর রং- ৮) হিসেবে ব্যবহার করা হয় এবং ২০২১ ইং সালে পাঠদানের জন্য ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মান করা হয়।

পীরগঞ্জ মহাবিদ্যালয়টি গত ১২ জানুয়ারী ২০২৩ খ্রি. সালে শিক্ষামন্ত্রণালয়ের সকল শর্ত পূর্ণ করায় এমপিওভুক্ত করা হয়। অত্র কলেজে ২২ টি বিষয়ে পাঠদান করা হয় বর্তমানে ২২ জন শিক্ষকসহ ৪২ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন।

এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষাদান করা হয়। জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি (ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি) শাখাও চালু রয়েছে।

এই মহাবিদ্যালয়টি অত্র পীরগঞ্জ উপজেলার শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ।